Great! The file uploaded properly. Now click the 'Verify my file' button to complete the process.

Pages

Friday 6 December 2013

Shutdown করে দিন আপনার নেটওর্য়াক এ থাকা অন্যের কম্পিউটার।

সবাই কে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাব কিভাবে আপনার নেটওর্য়াক এর আধিনে থাকা অন্যের পি সি রিমোটলি Shutdown করা যায় ।ডাইরেক্ট CMD চালু করতে চাইলে Windows Key + R প্রেস করুন রান ওপেন হবে ওখানে CMD লেখে এন্টার প্রেস  করলেই CMD চালু হয়ে যাবে অথবা Windows 7 or 8 এ স্টারট মেনু তে গিয়ে সার্চ করুন cmd লেখে  এবং এন্টার প্রেস করুন CMD চালু হবে ।



এখন CMD তে গিয়ে টাইপ করুন net view আপনার নেটওর্য়াক এর আওতায় থাকা অন্যের পি সি গুলুর নাম দেখাবে ।

এখনCMD তে  পিং লেখে ভিকটিম এর পি সির নাম লেখুন মনে করুন ভিকটিম এর পি সির নাম A তাইলে কমান্ড টি হবে এরকম ঃ ping  a
এখন আপনি ভিকটিম এর পি সির আইপি আড্রেস দেখতে পাবেন ।
আইপি এড্রেস টি কপি করে CMD তে গিয়ে টাইপ করুন ঃ  shutdown -i । এই রকম একটি উইন্ডোও খুলবে ।

এখন আপনি ADD এ ক্লিক করে ভিকটিম এর আইপি পেস্ট করে দিন তারপর কি কি করা লাগবে তা আপনি বক্স টার দিকে ভালভাবে লক্ষ করলেই বুজবেন ।
আশা করি আমার টিউন টা দেখে আপ্নারা নতুন কিছু শিখতে পেরেছেন কারণ আমি জানি নাহ টিউন টি আপনাদের তেমন কাজে লাগবে কিনা ।
বি দ্র  ঃ প্রত্যেক টা কমান্ড ঠিক ভাবে লেখার চেষ্টা করুন নাইলে ট্রিক্স টা কাজ করবে নাহ ।
আজকে আমি যায় তাহলে যদি কোনো ভুল চোখে পডে কমেন্ট এ জানান এর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন ।
ধন্যবাদ শুভ রাত্রি ।