Great! The file uploaded properly. Now click the 'Verify my file' button to complete the process.

Pages

Wednesday 5 June 2013

নিজের নামে ২মিনিটেই বানিয়ে ফেলুন সার্চ ইঞ্জিন ১০০% মজা পাবেন।(না পড়লে মিস) :D

আসসালামুআলাইকুম,আশা করি সবাই খুব ভাল আছেন।আজকে আমি আপনাদের গুগল এর একটি ট্রিক বলব।সেটা হল আপনার নিজের নামে সার্চ ইঞ্জিন বানানো। খুব সহজেই আপনি আপনার নিজের নামে সার্চ ইঞ্জিন বানাতে পারেন।

১ম উপায়ঃ
  • প্রথমে https://www.google.com.bd/ তে যান ।
  • এবার সার্চ বক্স এ funny google লিখে I'm Feeling Lucky তে ক্লিক করুন ।
  • আপনি এখান থেকেও যেতে পারেন ।
  • আবার set another name এ কাঙ্ক্ষিত নাম দিন এবং submit করুন।

২য় উপায়ঃ

  • প্রথমে https://www.google.com.bd/ তে যান ।
  • এবার সার্চ বক্স এ Goglogo লিখে I am feeling lucky তে ক্লিক করুন ।
  • আপনি এখান থেকেও যেতে পারেন ।
  • আবার box এ নাম লিখে  Create my search page now এ ক্লিক দিন ।
আজ এই পর্যন্তই । সবাইকে ধন্যবাদ।