Great! The file uploaded properly. Now click the 'Verify my file' button to complete the process.

Pages

Friday 7 June 2013

বিদ্যুৎ নাই আর cd rom এর ভিতরে জরুরী সিডি? এখন কী করবেন?

অনেকেই হয়ত এমন এক situation এ পরেছেন যেখানে, আপনার বাসায় বিদ্যুৎ & ups নাই,আপনার সিডি রম এর ভিতরে একটা সিডি যেটা আপনার দরকার। ঠিক ২০০৪ সালে আমি এই প্রবলেম ফেছ করি। সেদিন অনেক কষ্ট করেও সিডি টা বের করতে পারিনি । তার কিছু দিন পর জানলাম যে এর সমাধান এতো ছোট। তাই আজ এই ক্ষুদ্র পোষ্ট টা করলাম।

(বি.দ্রঃ এটা অভিজ্ঞদের জন্য নয়। আমার মত কম্পিউটার kiddi দের জন্য)
কোন বেপার না... শুধু খেয়াল করে দেখুন যে আপনার সিডি বা ডিভিডি রম এর সামনের দিকে ছোট্ট একটা ফুটা আছে কিনা। ব্যাস হয়ে গেল বলতে...এখন নিরলজ্জের মত চিকন কিছু ( কাঠি,সুই ইত্যাদি) ডুকিয়ে মাঝারি জোরে গুতা দিন,  দেখবেন সাই সাই করে সিডি রম এর দরজা খুলে গেছে......!!!!!
dvd romcaution: খেয়াল রাখবেন জোরে গুতা দিতে গিয়ে আবার কাঠি ভেঙ্গে ভিতরে থেকে না যায়।